বৃষ্টির কথা ভাবতে ভাবতে আমার ভেতর
শ্রাবণ বরষায়।
বিদ্যুৎ চমকালে দেখি জল থই থই আমি
জলস্রোতে কোথায় ভেসে যায় –
সব পূর্ণতার আকাঙ্খা পেয়ে বসে মনে।
অনুগতভাবে সবকিছুকে আশ্রয় করে বেঁচে থাকব
তেমন বোধের জন্ম আমার মধ্যে নেই।
অথচ এই আকাঙ্খিত মায়া নিয়ে সকলে বেঁচে থাকতে চাই।
কথা ছিল সঙ্গী হব তোমার
গভীর হবে আমাদের অসীমা-যাপন।
কৃষক রমনীর মত নবান্নের স্বপ্ন এঁকে চোখে
ঊষর মাটির উপর দাঁড়িয়ে অরণ্যের স্বপ্নের সাথে
নদীতে নৌকা ভাসাব মোহনার সন্ধানে।
কথা ছিল মাটির নরম বুক চিরে তুলে আনব
সোনালী ফসল।