তোমার সমীপে আমার সঙ্গমের জমি
তুমিই ছিলে আমার সংযমের সোহাগ ভুমি।
ভালোবাসার ঢেউ হয়ে আছড়ে পড়ো কল্পনার জোয়ারে।
লোনা বালিকণা, নীরব ঝিনুক, জ্যান্ত ফেনা,
অগনন বুদবুদ রাশিকৃত হাসি।
ঢেউয়ের মত দেব ঢেউ ভাঙা জল।
তোমার উদাসীনতায় ভরে দেব অবিশ্বাস্য শীত পোশাক।
যা কিছু অস্থির চঞ্চলতা সব উচাটন সন্দেহ,
অস্থির হাওয়ার মত ভেঙে দেব সব।
নির্লোভ গাছের মত নিরাপত্তা দেব।
চেনা রাস্তার দিকে তাকিয়ে দেখ –
সৌরভ ছড়াচ্ছে প্রতিনিয়ত নিষ্প্রাণ ভালোবাসা।
তোমার নিঃসঙ্গ দু’ঠোঁট জুড়ে হিম শীতলতা।
তোমাকেই দেব সেই রাত্রির আশ্চর্য সূর্য
আর ভোর হলে নিয়ে যাব চাঁদের আড়ালে।
যা কিছু আমার নিজস্বতা আছে উজাড় করে দেব।
এর থেকে বেশি মুল্যবান কি আর হতে পারে?