অব্যক্ত কান্নার মত থেমে যাওয়া পা দুটো
ঠিকানাবিহীন খুঁজে ফিরে পথ।
পথই তার সাথী, বাড়ি ফিরতে চায় না।
তুমিই তো তাকে পথের ভিখিরি করেছো।
দিক হারাবার ব্যাকুলতা নিয়ে পথের ডানায় পা রাখি।
উড়ে গেলে নিজের মত নিজস্ব ঠিকানায়।
আমার কৈশোরকে, আমার যৌবনকে ঠকিয়ে
তুমি এক সমারোহের স্মৃতি পেরোতে পেরোতে অরণ্যে প্রবেশ করলে।
আমার বুকের উৎকণ্ঠায় টের পেলাম তোমার হাতের স্পর্শ।
সেদিনই আমার চেহারায় দেখলাম -
অরণ্য ঘেরা খোয়া বিছানো, অতিপ্রিয় তোমার লালমাটির দেশ।
তোমার চোখের নির্মোহে নদীকে সাক্ষী রেখে
জীবনকে মুহুর্মুহু তোমার সৌন্দর্যের দিকে টেনে নিয়ে
অরণ্যে প্রবেশ করতে চেয়েছি।
তুমি কি সেই অধিকার দিয়েছিলে ?
ক্লান্তিহীন হেঁটেছি পৃথিবীর পথে পথে
নিরাপদ কোন পথের ঠিকানায় ...
পথে নামলেই পথ অশেষ।
তুমি কি জেনেছ এ সব ...