কবে ঝড় এসেছিলো আজ আর মনে নেই
কেঁপে ওঠার মুহূর্তে টের পেয়েছিলাম
পায়ে পায়ে জড়িয়ে ধরে গেঁথে নিয়েছিল এক উন্মাদনায়।
দংশনে দংশনে, চুম্বনে, তার উষ্ণ শ্বাসাঘাতে
সে আমাকে ভাসিয়েছিলো রুদ্ধশ্বাস আচ্ছন্ন এক রাত্রির দিকে।।
সূর্যাস্তের আলো গায়ে মেখে ডেকে উঠেছিলো কামার্ত শঙ্খিনী।
আকণ্ঠ তৃষ্ণায় ফিরে আসে বার বার ক্ষেত ভুমির কাছে।
মাটিতে যার ছোঁয়া লেগেছিল।
ধুলো ওড়া প্রাচীন পথে ঘুমিয়ে পড়া রুপবতী রাত।
উন্মত্ত হাওয়ার অহংকারে, প্রতিকূল প্রবাহে সে ভেসে উঠেছিলো
তীব্র প্রেমের জোয়ারে।
যেন সে শঙ্খিনী নয় পুরুষের নীচে ক্ষুধার্ত বাঘিনী।
সর্বনাশ রচনার আগে কেঁপে ওঠে রাগমোচন
চাঁদের গায়ে ভিড় করে পতন সম্ভব মেঘ।