অনিশ্চিত হলেও এগিয়ে আসে বিবর্ণ মেঘলা আকাশ।
তোমার ব্যস্ততার আঁচলে স্থির হয়ে আছে
আমার সাদামাটা সকাল।
আমাকে অস্থির নির্বাক করে চোখের কিনারায়
ফুটে ওঠে বিস্ময়ভরা তোমার জলছবি।
কতকিছু ফেলে দিয়েও কুড়িয়ে রাখি তোমার ঠোঁটের হাসি।
পাঁজরের ভিতর ক্ষতস্থান নিয়ে ডায়েরির পৃষ্ঠায়
লিখে রাখি জীবনের অনামা ছবি।
অন্ধকার শীতে পুষে রেখেছিলাম যে ওম
বর্ষার মত অঝোরধারায় ঝরে যায় পাতার সংসারে।
জীবন শেষে উল্কা পতনের চিহ্ন ধরে পথ খুঁজি
কোন ফসলহীন অদিগন্ত মাঠে।
নিদ্রাহীন ভোর হলে প্রণতি জানিয়ে রাখি, ছুঁয়ে থাকি আভূমি চরণ
যার উপর করুনা ঢালে শ্যামল প্রকৃতি।
উন্মত্ত হাহাকার আর অন্তহীন আশা নিয়ে
প্রতিদিন আসে সকাল—
যেখানে গাছগুলি স্থির, পাখীদের কত কাজ।
চায়ের কাপ, সিগারেটের ধোঁয়ায় ভাবতে থাকি --
আমাকে অস্থির চঞ্চল করে পোস্টার টাঙিয়ে দেবে—
আমি আর আসছি না।