সম্পর্কের বৃত্ত সম্পূর্ণ করে অনন্ত আলোকবর্ষ পেরিয়ে
ঈশ্বরভাবনা জলে ফেলে আমি উঠে আসি তোমায় ছায়া দেব বলে।
আমার ভিতর সম্পৃক্ত হয়ে আছে তোমার আত্মিক অনুভব
সেই মুগ্ধতার দিকে বিবশ হয়ে এগিয়ে যায়।
বর্ষার আকাশে ভেসে ভেসে তোমার নদী পারে আমি,
যেন স্তব্ধ ছায়াতরু।
দীঘির গভীরতা টের পাই শিকড়ে শিকড়ে।


তুমি মঙ্গল শঙ্খ বাজিয়ে স্বাগত জানাও
সেই শব্দের অনুরণন ছড়িয়ে পড়ে বৃক্ষশাখায়, পাখিদের চঞ্চলতায়।
তোমার পায়ের ছন্দে সন্ধ্যা নামে ভালোবাসার পৃথিবীতে।
আমি অপেক্ষায় থাকি বুকের অর্গল খুলে
শুন্যের গভীরতা থেকে জন্ম নেয় অস্থিরতাবোধ।
এ কোন বোধের জন্ম দিলে?
খুলে দিলে আমার ঐকান্তিক বিশ্বাসের দুয়ার।
ফিরে পাব কি সেই সব রাত্রি নিবিড়।
তুমি আসবে তাই ফিরে আসে বসন্ত জীবন
পৃথিবীর বিমূর্ত মুহূর্তের সঙ্গে যুক্ত করেছি
আমার আবেগ, আমার চিন্ময় মগ্নতা।
আমার কবিতার মানবীর জন্য...