কত আর করবে গোপন নিজেকে নিজের কাছে
আমি তো দেখি প্রতিদিন তরঙ্গ হারানো
তোমার মুখ কাশফুলে আছে ঢাকা।
লোকাল ট্রেনের ভিড়ে খুঁজে ফিরে তোমার চোখ সুখের বারতা
রাগ অনুরাগে হাঁড়িমুখ করে ফিরিয়েছো নিজেকে
দেখি তার ছায়া অবিরল।
উৎসুক সুখের পাখি সে জানে তোমার বিরহের কথা।
যাওয়া আসা পথের চারিদিকে এত কোলাহল, এত সমাপন পড়ে না চোখে।
তুমি কি জানো না তোমার পূর্ণ গৃহকোণে ধ্বনিত উতলা নদী।
বুক জলে দাঁড়িয়ে তুমি মন্ত্র উচ্চারণ কর। তোমার বুকের ভিতর
যে ভালোবাসার সুর বাজে, তাকে আপন করো নিজের গভীরে
অন্তহীন চেয়ে থাকা তোমার চোখের পাতায়
ভেসে বেড়ায় ভালোবাসার সাম্পান...