রাতের অন্ধকারে ভেসে আসে রজনীগন্ধার সুমিষ্ট সুবাস
হাজারো তারার ভিড়ের মাঝে তোমার স্মৃতি গুলো
আগুনের ফুল্কির মত আঁকা বাঁকা পথে ছুঁটে যায়—
অজস্র চিন্তার মাঝে আমি হিমালয় থেকে পর্বতে পর্বতে, গহীন অরন্যে  
তোমাকে খুঁজে বেড়ায় – আমি খুঁজে বেড়ায়
আটলান্টিক হয়ে ভূমধ্যসাগর থেকে আরব্য উপন্যাসের পাতায় পাতায়।
তোমার সজল চোখের কাজল পাতা আমার মনকে ছুঁয়ে যায়—
আমি কখনও বা পাগলপ্রায় যাযাবর হয়ে এ দেশ থেকে ওদেশে পাড়ি জমায়—
বিগত জীবনের রঙিন দিন গুলোর ভাবনায়, ব্যথাতুর বুকটা ভেঙ্গে যায়
চোখ মেলে চেয়ে দেখি — খড়্গ-কৃপান হাতে দাঁড়িয়ে দুয়ারে
তোমার বিবাগী বন্ধু-স্বজন কটাক্ষ তাদের দিয়েছে আমাকে অনেক দূরে ঠেলে-
শিয়াল কাঁটার বনে কিংবা তিহার জেলে।
তবুও ছুটিয়াছি আমি ভালোবাসার ডালি সাজিয়ে এনে
তোমাকে দেব আমার ভালোবাসার অঞ্জলি।