আকাশ জুড়ে নতুন আলো, বাতাসে নতুন সুর।
ওই শোনা যায় বাদ্দ্যি বাজে – ঢ্যাম কুড়া কুর কুর।
শিউলি ফুলের দোলায় চড়ে উমা এলেন ঘরে ।
তাইতো দুঃখ উধাও, প্রবল আনন্দে মন ভরে।
দুর্গা মায়ের কল্যাণী রূপ উদার করুক মন।
পরিতোষ আর শান্তি – পৃথিবী ভরাক সর্বক্ষন।
ষষ্ঠীতে হয় মায়ের বোধন দুর্গাপুজোর শুরু
সপ্তমীতে ঢাকীরা ঢাক বাজায় গুরু-গুরু ।
অষ্টমীতে অঞ্জলি দিই  নতুন  পোশাক প’রে।
নবমীতে ছেলে বুড়ো কেউ থাকেনা ঘরে।
কিন্তু মাগো হঠাৎ কেন চক্ষে আসে জল?
দশমী এসে তোকে নিতে চায়,আমার কী হবে বল?
সেই তো আবার নিঃসঙ্গ, সবায় যে যার ব্যস্ত।
হর্ষ-উল্লাস ভুলে, অভাব, দুঃখ-ভয়ে ত্রস্ত!
দুদিন বেশী থাকলে কী হয়  মহাভারত অশুদ্ধ!
আমরা তো মা শান্তি-ই চাই, চাই না রে মা যুদ্ধ।
এবার শিবকে বলে আসিস থাকবি বেশী দু-দিন।
পায়ে ধরে মা বলছি রে দিস একটু বেশী সুদিন!