শুধুমাত্র তোর চরণ ছোঁব, এই ছিল আমার আশা।
কে জানত মা তুই ঢেলে দিবি এমন অপার ভালবাসা।।
মা, তোর মহিমা বুঝবে কে বল?
আমরা তো দেখি আধার কেবল।
জগৎ জুড়ে এত মায়া,
ভরানো তোর স্নেহ-চ্ছায়া।
আমরা কিছুই পাইনা খুঁজে, শুধুই সংসার সমুদ্রে ভাসা।।


সারাজীবনে পারিনে কেন হতে মা তোর সঙ্গী?
আসলে যে বুঝিনে তোর মায়ামাখা ভঙ্গী!
মা তোর এমন বিশাল ব্যাপ্তি, মা তোর এমন মধুর স্বরূপ।
খুঁজে নিলেই পাওয়া যে যায়, রূপ সাগরে রতন অরূপ।


মা তুই এবার কর প্রতিজ্ঞা,
করবিনে আমায় অবজ্ঞা।
বলতে তোকে নেইকো হায়া, যেন সদাই দেখি মা তোর কায়া।
মুছিয়ে দে মা মনের গ্লানি, ভাবনা-চিন্তা সর্বনাশা।
----------