তোমরা বলো শীতের কথা আমরা ঘেমে মরি।
শীত নেই ভাই আন্দামানে আমরা কী আর করি?
একটা সময় ছিল বটে বৃষ্টি হত খুব।
আকাশ ভেঙে জল ঝরত ঝুপ-ঝুপ, টুব-টুব।
পাহাড়ি ঢালে শ্যাওলা জমে বিপদ হত ভারী।
অবিশ্বাসী ছিলই বটে আন্দামানের বারি।
বারোমাসের ন-মাস জুড়ে চলতো বেজায় বর্ষা।
একটুখানি রৌদ্রস্নানের থাকত নাকো ভরসা।
মনের সুখে গাছ-গাছালি করেছি নিধন।
এই না দেখে বৃষ্টিরানী করল পলায়ন।
এখন গরম বেশ বেড়েছে,দাপট দেখায় রোদ্দুর।
শীতের আমেজ পেতে পারো গেলে  ডিগলীপুর।
আরো দু-এক দ্বীপে শীতের হাল্কা ছোঁওয়া পাবে।
তবে,এমন ঠাণ্ডা নেই কোথাও যে, শীতে কাঁপতে হবে।
সোয়েটার-কোট গায়ে দিয়েও লোকে আগুন পোহায়
শুধুই শুনি। এমন মজা পাবার উপায় নাই।
তবে কিনা আমরাও খাই শীতের পুলি-পিঠে।
শীত না থেকেও এসব কিন্তু লাগে তো বেশ মিঠে!
দল বেঁধে যাই পিকনিকেতে পাহাড়,সমুদ্র–তীরে।
সাগর স্নানে ঠিক মিশে যাই হাজার লোকের ভিড়ে।
এমনি করেই আমরা বাঁচি,খুশীর নেইকো অন্ত।
‘ফুল ফুটুক আর না ফুটুক’ এখানে চিরবসন্ত।
---------