তোমায় নিয়ে
         সামসুজ জামান
তোমার মুখের দারুণ  দীপ্তি আমায় জাগিয়ে দেয়।
তোমার চোখের ঝরণা ধারা আমায় কেড়ে নেয়।
তোমার ঠোঁটের ভঙ্গিমাতে হৃদয় আমার ভরে।
তোমার ভুরুর ছবিতে পাখীর কথা মনে পরে।
তোমার কেশের গন্ধে আমার পাগল যে হয় মন।
তোমার ভ্রমর এসে মাতায় আমার পদ্মবন।
তোমার বলা কথায় আমার প্রাণে নদী বয়।
তোমার নদীর ধারায় আমার মনের ভূমিক্ষয়।
তোমার হাতের চুড়ির তালে আমার নেচে ওঠা।
তোমার চাওয়ায় সার্থক হয় আমার ফুলের ফোটা।
তোমার চলার ছন্দে আমার জেগে ওঠে প্রাণ।
তোমার বুকের ওঠাপড়ায়  আমার জাগে গান।
তোমার নীরব না বলা বাণী কত কথা যে বলে!
তোমার হাসির ঝিলিক এলে বুকের পাথর গলে।
তোমার প্রতিমা মনে মনে গাথা তুমি আমার তৃষা।
তোমার প্রতি পদক্ষেপেই আমি পাই যে নতুন দিশা।
তোমার জেগে ওঠা মানে আমার প্রাণে বন্যা।
তোমার তুলনা পাইনা তুমি কোন সাগর পারের কন্যা?
তোমার উপস্থিতি শুধু এই জীবনেই নয় ,
তোমার অপার ভালবাসা হোক জন্মান্তরেও অক্ষয় ।
----------
অনেক দিন বাদে আবার প্রিয় আসরে এলাম 'তোমায় নিয়ে', দয়া করে মতামত দিলে খুশী হব।