মাঝে মাঝে গভীর রাতে,
ফাঁকা হয় বুক, ছোটো হয় শ্বাস,
ফ্যাকাশে হয় স্বপ্ন, নিভে যায় আশ।
যখন ভাবি জীবনের অন্তিম শ্বাস,
ভেঙে দেবে সব ভালোবাসা আর বিশ্বাস!
কত কিছু ছেড়ে অজানা এক দেশে,
চলে যেতে হবে একা একা!
সত্যিই ভাবতেই বুক হয় ফাঁকা।
প্রিয় মোবাইল, ল্যাপটপ, বাইক আর সাধের বাড়ি,
কারোর না কারোর চলে যাবে দখলে!
সেগুলিও অকেজো হবে কিছুদিন পর,
তাদের বেপরোয়া ব্যবহারের ফলে।
সেসব তো প্রিয় আমার কাছে, তাদের কাছে নয়।
কি এসে যায় তাদের কাছে, কী হোক হয়!
শুধু ফেসবুক আর ইনস্টাগ্রামের পাসওয়ার্ডগুলি হয়তো কেউ জানবে না!
তবুও তারা মানবে না, করবে রিপোর্ট কিছুদিন পর।
লোকমুখে ছড়াবে এসবে আর কী দরকার?
মৃত লোক তো আপন নয়, সে তো এখন পর!
প্রিয়জনের ক্ষনিকের শোক, সেটিও থাকে না দীর্ঘদিন!
জগৎ চলবে জগতের মতো, শুধুই আমি হীন।
শুধু দু'দিনের মায়ার জগতে,
শেষ প্রহরে বুক ভরে যাবে নিরাশে।
জীবন যে ঠিক কী? জীবনের মানে কী?
কী হলো, মায়াবী এই জগতে এসে?
ভালোবাসা আছে, মায়াও আছে,
তবুও মিটবে না কোনোদিনই আশ,
সব পরিচয় বিলীন হবে, অস্তিত্বহীন হবে দেহ,
যবে আসবে জীবনের অন্তিম শ্বাস!