করোনা এক ভাইরাস, মানব তো নয়!
তাই তার জ্ঞান, বোধ, বুদ্ধি, বিবেক আর মনুষ্যত্ব নেই!
সে তার নিজের অগোচরে ছড়িয়ে যাচ্ছে দেহ থেকে দেহান্তরে।
সবকিছুই ঘটছে তার অজ্ঞাতেই।
সে নিজেও জানেনা সে আজ কতদুর? কার কার দেহে?
সে জানেও না মানবজাতি আজ সংকটের মুখে!
বিপন্ন হয়েছে স্বাভাবিক জীবন যাত্রা।
করোনাকে রুখতে সকলের আপ্রান চেষ্টা!
সে কি জানে এখন মানব জীবনযাত্রা বড়োই অগোছালো?
এ পাড়াতে ও পাড়াতে মাঝে মাঝে মৃত্যুর লীলা খেলা!
লক ডাউন, বিধিনিষেধ কত কী!
সরকারী নির্দেশ মানতে বাধ্য আজ জনজাতি!
কাজ বন্ধ, ইনকাম নেই, খেটে খাওয়া মানুষ আজ দিশেহারা!
জাতি বাঁচে, যদি কৃষি আর শিল্প বেঁচে থাকে!
রেশন তো জীবনকে টিকে রাখার দায় মাত্র!
তবুও বলি দোষ নেই কারও,
মহামারী তো, লড়াই তো রাখতেই হবে!
প্রান প্রায় যায় হয়তো করোনায়, নয়তো ক্ষিদায়!
কাজ নেই, কিস্তি আছে, কীভাবে সম্ভব?
করোনা তুমি কি ভাবো না?
দোষ নেই তোমার। তুমি ভাইরাস, মানব নও!
তাই মায়া, দয়া নেই তোমার!
মানবেরে মাঝে চাই নতুন পৃথিবী, যে পৃথিবী শান্তির!
তোমার থাবা থেকে বাঁচতে করো একটু মাত্র করুনা!
তুমি ফিরে যাও, ফিরে এসো শত বছর পরে অন্য কোনো বেশে!