জীবিকার কারণে জীবনের টানে,
আজ রক্তাক্ত রুটি!
পরিবারের আর শিশুর মায়ায়,
পরিযায়ীরা করে ছোটাছুটি।
আজ রক্তাক্ত রুটি!


ভাইরাসের বিভীষিকায় উদ্ভ্রান্ত দেশ,
নেই কর্ম, শূণ্য পকেটে তপ্ত রোদে,
জন্মভূমিতে ফিরে আসার জয় গান!
নগ্ন পায়ে তৃষ্ণা বুকে লক্ষ্য শুধু;
আপনজন আর শিশুর টান।
নষ্ট নিয়তির চাপে, মিলেছে জীবনের ছুটি,
উষ্ণ লৌহের স্পর্শে নিথর দেহ আর,
আজ রক্তাক্ত রুটি!


শান্ত দেহ করেনা আর চিৎকার,
সাক্ষী শুধু তপ্ত লাইন আর কতক রুটি!
দু'চোখে ঘরে ফেরার উষ্ণ বাসনা,
অবসন্ন দেহে চঞ্চলতা আর ছোটাছুটি।
অভূক্ত পেটে সব জেদের হার!
মানতে না পারার দেশে সব বেদনার।
ব্যর্থ দেশ, ব্যর্থ সেনা, ব্যর্থ ছোটাছুটি,
নেইকো অভাব খাদ্যের, তবুও ক্ষুধায়;
আজ রক্তাক্ত রুটি!