ইচ্ছে করে রামধনুর সাত রঙে,
রাঙিয়ে দিই তোমার জীবন!
কিংবা শান্তির নিরালায় বসে,
বিনিময় করি দুটি মন!


আমার জীবনাকাশে আজও বৃষ্টি ঝরেনা!
বৃষ্টিহীন আকাশে কি আর রামধনু ওঠে?
আমি এক যুবক কিন্তু মূল্যহীন বেকার,
সারা দুনিয়া এটাই জানে।
আমার কাঁধ হয়ে ওঠেনি,
তোমাকে ভরসা দেবার।


যত স্বপ্ন বুনেছি সব তোমার অগোচরে,
কিংবা তোমার দেখানো স্বপ্নে মেশাইনি রঙ,
সব কিছু বেরঙিন হয়ে যাবার ভয়ে!
দুর হতে তাই ফুল দেখি; দ্বিধায় ছুঁতে পারিনা!
পাঁপড়ি যদি ছিঁড়ে যায়?
ব্যর্থ আমি নিতে দায়!


ভবিষ্যতে ভেবে নিও; ছিলাম না স্বার্থপর!
অঙ্কুরেতেই বিনষ্ট হয়; আমার সাজানো স্বপ্নের ঘর!
হতে পারিনা মালি কিংবা স্বপ্ন গড়ার কারিগর।
ফুলের ঘ্রাণে মোহিত হই; স্বপ্ন ছোঁয়ার বাইরে!


আমার জীবনাকাশে আজও বৃষ্টি ঝরেনা!
শুরুটা শুরুতেই থাক, কিংবা হোক শেষ!
আবেগের বশে গভীরতা আনলে প্রশ্ন অশেষ,
আমি ব্যর্থ, টানতে এই সম্পর্কের ভার।
বাস্তবতায় জেগে ওঠো, আমি মুল্যহীন বেকার!


রামধনুর সাত রঙে সাজিয়ে নিও ঘর,
নাহয় আমি রয়েই গেলাম হয়ে পর!
পাষাণ হয়ে, কথা দাও, কথা রেখো প্রিয়!
বিচলিত হবো না স্মৃতির মায়ার টানে,
আমি এক যুবক কিন্তু মূল্যহীন বেকার,
সারা দুনিয়া এটাই জানে।