বদলে যায়নি পৃথিবী, আমরা মানুষেরা বদলেছি!
যাদের হাতে ফিচার ফোন,
তাদেরকে বড্ড সেকেলে ভাবি।
ট্রেন্ডের স্রোতে আজ গা ভাসাই!
ভাইরালের ঝড়ে প্রতিভাহীনরা ছড়িয়ে পড়ে সর্বত্র!
প্রতিভারা প্রায়ই হারিয়ে যায়।
নিঃশ্চুপ থাকি, ঐ যে সিস্টেমে চলতে হয়!
ট্রেন্ডে হাততালি মেলাতে হবে যে,
নয়তো লোকে বলবে বড্ড সেকেলে!
সবাই যে দলে সে বা ওরাও ঐ দলে,
হোক না ভুলে ভরা!
ফ্রিতে একটু মজা পেতে ক্ষতি কী?
বিচার করার ক্ষমতা তো কবেই হারিয়ে গেছে!
রানু বা ভুবনেরাও আজ লেটেস্ট ট্রেন্ড!
মানুষের খিল্লি আর ক্ষনিকের বিনোদনের চাপে,
রবীন্দ্রনাথও আজ স্মৃতির বাইরে।
নোবেল তো অনেকেই পায়,
মানুষ ক'জনকেই বা মনে রাখে?
ট্রেন্ডের আপডেট যে বছর বছর হয়!
রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির কথা,
তবুও সবার মনে থাকে!
সেই প্রাপ্তি ট্রেন্ড নয়, আবেগ!