অলিতে গলিতে প্রতিশ্রুতির ঝড়,
ভোটের দামামা বাজলো বলে!
এ বলে এই দেব, ও বলে ঐ দেবো!
কাকে ছেড়ে কাকে লুফে নেবো?
কেউবা ছড়ায় মিথ্যার জাল,
কেউবা মাছ ঢাকে শাকে!
জনগন দিশেহারা নির্বাচনে,
যেমনটা বরাবরই থাকে।
কোন দলে লাভ, লোকসান কোন দলে?
কে বাঘ কে শেঁয়াল বোঝা বড়োই দায়!
প্রতিশ্রুতির ভঙ্গি একই থাকে বলে।
শুধু পরিমানটা হেরফের হয়!
আজকাল ভোট ময়দানে এলো এক চল,
যেখানে অভিনেতা অভিনেত্রীদের ঢল!
দলের হাতিয়ার ওরা, ওরা জানে,
জনগনকে মুগ্ধ করার প্রখর কৌশল!
কেউ তো বলে জীবিকার টানে,
ওরা মাতিয়ে রাখে অভিনয়ে বা গানে!
কেউতো বলে অভিনয়ে পড়েছে ভাঁটা,
তাই অস্তিত্ব রক্ষায় রাজনীতি!
জীবনের রাস্তায় নতুন পরিচিতি!
কখনো অন্যের বাচ্চা নিয়ে কোলে,
প্রচারের স্বার্থে নিজস্বী তোলে!
কখনো পথশিশুর মাথায় হাতের ছোঁয়া,
কখনো বা অসহায় বৃদ্ধা বুকে জড়ায়!
পশ্চাতে আড়ালে আবডালে নাক শিটকায়!
শুধু ক্ষনিকের জন্য ছড়ায় মায়া!
ওরা যে পেশায় সেটা শুধু অভিনয়।
দয়া আর করুনার জুড়ি মেলা ভার,
ওরা ঘটায় দলের প্রসার।
কখনো মায়াবী মানবীর বেশে,
ধোঁয়াশা জাগে, প্রচার নাকি বিজ্ঞাপন?
আশার আলো দেখে তবুও অসহায় জনগন!
যদি ভালো কিছু করে নির্বাচন শেষে!