খসে পড়া তারাগুলো কি নিষ্প্রভ ছিল?
এখন অবশ্য গুটিকয়েকই বিশ্বাস করে,
পুরো আসমানই খসে পড়বে চূর্ণ হয়ে;
অথচ, কেউ ভাবে নিজেই অমর নক্ষত্র!


জমিন তো প্রাণীর তরে বিছানা স্বরূপ;
সকলের তরে আবাদযোগ্য শস্যক্ষেত্র।
অথচ, কেউ ভাবে তার তরে মর্ত্যস্বর্গ!
যদিও উড়বে এটা তুলোর মত শূন্যে!


নদী, সাগর, মহাসাগর উদ্দেশ্যহীন নয়;
প্রাণীর আবাস, বরকতময় বৃষ্টির উৎস।
অথচ, কেউ ভাবে বিহারের মুক্তাঞ্চল!
যদিও ধ্বংস হবে স্রষ্টার ইশারায় কাল!


যদিও মানব ও জীন নয় অযথাই সৃষ্টি;
পুনরুত্থানের পর পাবো তিতা বা মিষ্টি!