এ দেশ আমার হৃদয়ের ভালোবাসা
যেখানে স্বপ্নরা করে খেলা,
রাখালী বাঁশির সুরে ভুলে যাই কষ্ট
ভুলে যাই হৃদয়ের জ্বালা।


এ মাটি ভালবেসে লিখি কত কাব্য
লিখি কত জীবনের গল্প,
সমগ্র ধরণী জুড়ে দেখি কত নগরী
নেই বাংলাদেশের বিকল্প।


সোনালি ধানের শীষে শিশিরের কণা
আলগোছে ছুঁয়ে যায় হিয়া,
দোয়েলের সাথে ভোরে হয় আলাপন
মায়াবী পাপিয়া বলে পিয়া।


আযানের-আবাহনে ঘুম থেকে জেগে
মসজিদে ছুটে চলে মুমিন দল,
প্রশান্তি মন জুড়ে দোলা দেয় প্রত্যুষে
প্রভুপ্রেমে আঁখি হয় ছল্ ছল্!


এই সেই আমার দেশ, সকলের সেরা
মায়ার বন্ধনে আছি মিলেমিশে,
জননীর মত এই দেশটার কাছ থেকে
পাই কত শান্তি, আলোর দিশে।