আমি এমনই এক অপদার্থ-অকৃতজ্ঞ!
যার নেই কোথাও কোন অবদান!
জীবন ভরে শুধু গ্রহণ করেছি অনুগ্রহ
করি নাই কাউকেই কোন সম্মান!


এ কেমন জীবন বলো, কেন আগমন
অর্জন করেছি রংচটা-অপবাদ!
অহেতুক করেছি হৈ চৈ! জমিন জুড়ে
গ্রহণ করিনি প্রদীপ্তির সোয়াদ!


মূর্খতা পুঁজি করে বিতর্ক করেছি ঢের
দেখিনি বিজয়ের রঙিন মিছিল,
দেইনি কখনো গুণীদের, অর্ঘ-মর্যাদা
ভেঙ্গেছি বার-বার বর্গ পাঁচিল!


দয়া করে ক্ষমা করো, ওহে প্রিয়জন,
হয় তো বা হবে না দেখা আর,
আগামী ধরণী হোক, শুধু তোমাদের
সুখে থাক তোমাদের পরিবার।