অভয়ারণ্যে চলে অবৈধ মিলন মেলা!
চলছে বিধি ভাঙ্গার উন্মত্ত যৌনখেলা!
অশ্লীলতাই বৈধ যখন! বৈধ ছলাকলা!
পরিণতি ভাবছিনা কেউ, ডুবছে বেলা!


আলো-আঁধারীর নৈশক্ষণে হয় মাতাল!
নগ্ন যুগল করে মাতামতি হয়ে বেতাল!
উদ্বেগহীন, যেন প্রাকৃত, জুড়ে পাতাল!
ওরা কি মানুষ! অবিকল যেন প্রেতাল!


আহা! কি মহাসুখ! অথচ, জ্বলছে বিশ্ব!
ওরা পশুর মত অবাধ্য, পামরের শিষ্য!
নষ্ট কীটের ভাগাড়! এক ভয়ানক দৃশ্য!
মিথ্যার কাছে পরাজয়, নীতি হয় নিঃস্ব!


এভাবে আর কত জ্বলেপুড়ে মরে অন্তর,
ত্যাগ করো সমাজ নাশের নিকৃষ্ট মন্তর;
তুলে নাও প্রজন্ম ধ্বংসের প্রযুক্তি-যন্তর!
শোভন হও দেশের কল্যাণে, হও মন্থর।