পেয়েছি কি এক নেশা!
থাক বা না থাক পেশা!
নিত্য চর্চা করি কবিতার ভাষা!


হৃদয়ে নানান রঙ মেখে
তৃপ্তি খুঁজি কাব্যরস চেখে,
জানি না, কে কোন চোখে দেখে !


কেউ করে তীব্র অবজ্ঞা!
জানি না কাব্যের সংজ্ঞা!
তবু, লিখে যাবার করি প্রতিজ্ঞা!


স্বপ্নের সাথে মাখিয়ে রঙ,
রম্যের নামে সাজাই সঙ!
নিন্দুকে বলে, করছি নাকি ঢঙ!


অস্থির হই নেশায় মেতে,
জড়সড় হই প্রচন্ড শীতে!
তবুও চাই কবিতা লিখে যেতে!