বাতাসে বারুদের ঝাঁঝালো গন্ধ!
রাজপথে আগুনের লেলিহান শিখা!
গুলি খাওয়া পাখির মত লুটে পড়ছে
তরতাজা তারুণ্য মুক্তির আন্দোলনে।
পিচঢালা রাজপথ রক্তে রঞ্জিত হয়-
প্রতিদিন সকাল-দুপুর-বিকাল বেলা!
মানচিত্র ভিজে গেছে মানুষের খুনে!
চোখের পলকে হারায় স্বপ্ন নির্বিবাদে!


এ কিসের ইঙ্গিত, কে জবাব দিবে!
মানুষেরই তরে যা কিছু করি সবাই,
তবু কেন মানুষের এতো রক্ত ঝরে?
স্বাধীন এ দেশ, তবুও কেন বিভেদ!
মুখোমুখী হয়ে যাই সহিষ্ণুতা ছাড়াই,
আর কত চলবে সঙ্কট এই জমিনে?