জন্ম থেকে জ্বলছে যারা
তাদের কথা যাও ভুলে!
আপন সত্তা লুকিয়ে রাখো
কষ্টটা তো সেইখানে!


মিষ্টি মিষ্টি মধুর সৃষ্টি
বৃষ্টি-বানে যায় ভেসে!
দুলকি চালে পালকি চলে
আরশিনগর পার হয়ে।


ভুলের মাঝে তলিয়ে গেছি
ঈশান কোণের ঝড় দেখে!
পুলসিরাতের সেই সেতুটা
পার হবো সাঁই কি করে?


অল্প কথায় যায় না বলা
স্বপন ছিল ঢের মনে,
বলবো বলে ডাকি তোমায়
মনের কপাট দাও খুলে।


আলোর মশাল জ্বালতে গিয়ে
বিষম খেলাম খুব জোরে,
শূলের ভয়ে মূলের ভাবনা
আসছে না আর অন্তরে!