সকালে আযান দিলে শুরু হয় দিন,
আলোর প্রভাবে হয় আঁধার বিলীন;
পাখিরা ডাকলে দেখি সোনালি আকাশ
গায়ে লাগে ঝিরি ঝিরি দখিনা বাতাস।
কৃষক লাঙ্গল নিয়ে চলে যায় মাঠে
শিশুরা মক্তবে যায় কোরআন পাঠে।
মায়েরা করতে থাকে দিনমান কাজ
হেঁসেলের রান্না শেষে চলে গোজগাছ।


এভাবে চলতে থাকে জীবন সংগ্রাম,
ঘুমের সময় ছাড়া মিলে না বিশ্রাম!
রাতের আকাশে চাঁদ দেখা দেয় এসে
সুখের স্বপ্নরা যত আসে ভালোবেসে;
মায়ের আঁচলে আসে শিশুদের ঘুম
আদর করে মা দেয় সোহাগের চুম।