ক্ষমতার তরে কত শত পাপী
নিজেকে ভাবে দেবতুল্য!
আপনার স্বার্থে এঁকে যায় ছক
দেয় না মানুষকে মূল্য!


বোঝে না কারো চোখের ভাষা
নেয় না হৃদয়ের খোঁজ!
ভাষণ-ভূষণে ওরা কেতাদুরস্ত
বাণী ছাড়ে রোজ রোজ!


চাহিদা তাদের নয় তেমন কিছু
হাজার কোটি হ’লে পার,
দূর দেশে গড়েছে বিলাস ভবন
ধারে না স্বদেশের ধার!


দেশপ্রেমী যদি হতে চাও তুমি
তার কাছ থেকে শিখো,
বাকি সবাইকে অপবাদ দিয়ে
দ্রোহীর তালিকায় রেখ!


এ ভাবেই চলছে বিশ্ব সভ্যতা
হবে, বাকি সব উৎখাত!
এরই নাম নাকি সূক্ষ্ম শিষ্টাচার
আর সব আঁধারী রাত!