রঙ খেলতে আসছো যখন
করতে থাকো ঢঙ,
রঙ্গ দেখাও মনের সুখে
সেজে বেঢক সঙ!


দম ফুরোবার সময় যখন
আসবে অতি কাছে,
শুনবে নারে ওজর জেনো;
প্রাণ নিবে আলগোছে!


চলবে না আর দম্ভ-অহম
এই দুনিয়ার মাঝে,
ডাকবে না কেউ স্নেহভরে
সকাল-বিকাল-সাঁঝে।


আপন-স্বজন আসবে রেখে
মাটির ঘরে একা,
হাজার ডাকও ব্যর্থ হবে
শাস্ত্রে আছে লিখা!


যাবার আগে পারলে কর
ভালো কিছু কাম,
সে কারণেই হয়তো পরে
পাবে উচিৎ দাম।