সুমিষ্ট ফলে যদি কখনো পচন ধরে,
তবে, তার পতন রোখা সম্ভব নয়!
মালী সচেতন হলে প্রতিরোধ গড়ে।
সুমিষ্ট ফলে যদি কখনো পচন ধরে
তখন মড়ক হয় পুরো কানন জুড়ে!
যদি ব্যর্থ হয় মালী সব ধ্বংস হয়!
সুমিষ্ট ফলে যদি কখনো পচন ধরে,
তবে, তার পতন রোখা সম্ভব নয়।