এমনি করেই কোন একদিন সমাধি রচিত হবে গণতন্ত্রের;
যে ভাবে ক্রমাগত বেজে উঠছে বিদায়ের করুণ সুর!
অনুচ্চস্বরে উচ্চারিত হয় মনের গভীরে পুঞ্জিভূত প্রত্যাশা!
ভয় হয়! নির্ভয়ে প্রকাশ করতে হৃদয়ে লালিত আশা!
বিমূর্ত আতঙ্ক দুঃসহ যাতনা দিয়ে কেড়ে নেয় মুক্ত ভাষা!
আমি মানুষের দগ্ধ হৃদয়ের কথা বলছি ইনিয়ে-বিনিয়ে!
বলছি, পরাভূত মানবতার বিষাদমাখা আর্তনাদের কথা!


যখন কেউ মুক্তির স্লোগান দেবার সাহস হারিয়ে ফেলবে,
যখন মিথ্যাচার আর ষড়যন্ত্রকে স্বাভাবিক বলে মেনে নিবে,
যখন বলশালী শক্তির দাপটে প্রজাকে দাসত্বের জালে ফাঁসাবে,
তখনই ফিরে আসবে সেই সত্য স্বরূপে প্রশংসিত দর্শন নিয়ে।
ভূলুন্ঠিত মানবতা ফাগুনের ছোঁয়ায় হৃত প্রেম ফিরে পাবে;
স্বপ্ন রংধনুর মত করে মনকে রাঙিয়ে দেবে শান্ত সমীরণে,
আদর, সোহাগ, ভালবাসা জাগ্রত হবে আবার সবুজ জমিনে।