এবড়োথেবড়ো কাঁকর বিছানো
বিপদ্যুক্ত পথ মিশেছে আঁধারে!
কে জানে কি হয় আগামীকাল!
কোথাও কোথাও ছড়িয়ে রয়েছে
তাজা তাজা রক্ত! পিচ্ছিল পথ!
ছম্ ছম্ করে উঠছে অন্তরাত্মা!
সমাপন হয়নি এখনো অভিযান।
চারিদিকে শুধু নীরবতা শুনশান!


থেকে থেকে গর্জে উঠছে পশুরা!
পদতলে ফোঁস করে সাপের দল!
রাত্রি বাড়ছে, অনেক দূর প্রভাত!
পিছনে ফিরে গেলে মৃত্যু নির্ঘাত!
অতএব, হতে হবে অগ্রে অগ্রসর;
সাবধান! আসছে দেখো ঘূর্ণিঝড়!