স্তম্ভিত মানুষ, দেখে অগ্নির অভিলাষ!
কর্তৃত্ব করে যায় তার লেলিহান শিখা!
যা থেকে বাঁচতে চায়, অক্ষম জনগণ।
অগ্নি দেখাতে চায় তার ক্ষমতার ধার।
কে আপন কে বা পর করে না বিচার!
মাঝেমধ্যে দাবানল হয়ে করে সন্ত্রাস!
জ্বালিয়ে দেয় অরণ্য-নগরের আবাস!
তবু হয়না তার কারিশমার সূত্র ফাঁস!
আগুন তখনই হয়ে উঠে অপ্রতিরোধ্য-
যখন মানুষ পালায় তার উগ্র উত্তাপে!
তখন সেই আগুনই করে বস্তিও গ্রাস!
তাই ধূম্রে, থমকে যায় মানবের শ্বাস!
হে মানুষ! আগুন তো নরকেরই দাস;
এবার রুখবার, কৌশল করো প্রকাশ।