ঘৃণার পারদ যে কত চড়ে গেছে,
আহা! যদি জানতে!
পাপের বোঝাটি হয়েছে কত বড়!
প্রায়শ্চিত্তের সুপথ আঁকড়ে ধরো;
নিদ্রা টুটে এবার আঁখি মেলে দেখো,
ঋণের পাহাড়ের হলো কি আকার!
চতুর স্বর্গভোগ বল কত আর!


নিপীড়িত গুনে যায় মুক্তির দিন,
আশার আলো হয় আরো বেশি ক্ষীণ!
প্রলোভন দেখিয়ে যদি পেতে চাও পার,
প্রহসন বেছে নিয়ে বাড়ালে আঁধার!
আপন সুখের কথা ভাবিও না আর।


এবার ক্ষান্ত হও!
মুছে যাক কালো দাগ!
আবার আসুক ফিরে সুখের সে দিন।
বিদ্বেষ ছুঁড়ে ফেলো, মুক্ত হোক জমিন।
আলোকিত হোক আবার অমানিশা রাত-
আবার ফিরে আসুক সোনালি প্রভাত।