বদলে গেল নতুন শতকে দেশপ্রেমিকের সংজ্ঞা!
সাক্ষী হয়ে রইবে ইতিহাস, প্রকাশিবে আগামীকাল!
আত্মঘাতী চেতনার প্রশ্রয়ে উড়ে যায় খাজানা
সীমান্ত পেরিয়ে অজানা ঠিকানায় অলক্ষ্যে রাত্রিদিন!
পুলকিত আত্মাগুলো স্বপ্ন দেখে যায় স্বর্গ রচনার!
নিশ্চিন্ত জীবনের আশ্বাস আসে আলেয়ার ডানায়!
বেড়িয়ে আসে সোনালি কলমের ডগায় সুখের গল্প!
দ্বন্দ্বহীন আবেগে বুনে যায় মোহনীয় কবিতার ছন্দ!


পূর্ণিমার আলোয় রজনী আলোকিত হয়ে বার্তা দেয়;
আগামী সময়গুলো রংধনুর রঙে রঞ্জিত হয়ে দেবে সঙ্গ,
আয়েশী ভবিষ্যৎ হাতছানি দিয়ে যায় প্রশান্তির ছায়ায়!
নিজের অজান্তেই সুখের আল্পনা এঁকে যায় হৃদয় জুড়ে!
ডানা মেলে উড়ে যায় উজালা ঠিকানায় কি এক নেশায়!
হাসে কল্পলোকের জল্পনা চির মুক্তির নতুন আশায়!