সর্পিল ভঙ্গিতে এঁকেবেঁকে চলে নন্দিত
বিনোদি রেলগাড়ি অবিরত মন্থর গতিতে;
পাশ দিয়ে বয়ে গেছে দীর্ঘ মনোলোভা লেক,
ভিন পাশে পাথরে মোড়ানো পাহাড়ের সারি।
পাদদেশে গড়ে উঠা পর্যটনকেন্দ্রের হাতছানী;
বর্ণিল বৃক্ষপল্লবের অপূর্ব দৃশ্য হৃদয় কাড়ে।
ছুটে চলে ঝর্ণার অপরিসর গতিময় নদী
দূরতম পথে সবাইকে বিদায় জানিয়ে!


পাশ ঘেঁষা ছিমছাম অরূপ-রূপের শহর-
আহা! কি শান্ত-সৌম্য সেই বিনোদ নগর;
পর্বতচূড়া থেকে নেমে আসা ঝর্ণার জলকণা
ছড়িয়ে পড়ছে যেন শিশিরের আবেগ মেখে!
পাথরের আঘাতের যন্ত্রণায় ছড়িয়ে পড়ে
স্রোতস্বীনি গিরি নদীর মোহনীয় ধ্বনি!


সবুজ ঘাসের গালিচায় আসন পেতেছে যেন
বিনোদি মানুষের পদচারণায় মুখরিত জনপদ;
অনন্য ছন্দে নগরী বার বার প্রাণ ফিরে পায়!
ছুটে চলা গাড়ি থেকে ভেসে আসে সুরের মূর্ছনা!
কাছে টেনে নিতে চায় শৈলের শুভ্রহিমানীর স্তুপ!
লেকের উপর গড়া চোখ জুড়ানো সেতুর সৌন্দর্য
বিমোহিত করে বিনোদির হৃদয় নান্দনিকতায়!
অনন্য এ ভুবনে মিলে এক সুখের পরশ!