আহা রে! জৈষ্ঠের কাঁঠাল পাকা গরমের মধ্যরাতে!
আজ সে পাশে নেই! গিয়েছে চুপিসারে অভিসারে!
শোলক বলা কাজলা দিদি! খোঁটা দিত উঠে প্রাতে;
আহা রে! জৈষ্ঠের কাঁঠাল পাকা গরমের মধ্যরাতে!
শোধ নিত কথার মারপ্যাচে, সাথে খাম্বার আঘাতে!
এখন সে বলে না শোলক মুখ ভেংচিয়ে বারে বারে,
আহা রে! জৈষ্ঠের কাঁঠাল পাকা গরমের মধ্যরাতে!
আজ সে পাশে নেই! গিয়েছে চুপিসারে অভিসারে!