রাজনীতিটাই বদলে গেছে
বিশ্ব-ভুবন জুড়ে!
ন্যায় নীতি আর হককথা
সবই গেছে উড়ে!


জ্ঞানী বলে, অহম দেখাও
গুণ গেল কোথায়?
কাজ হয় না চাহিদা মত
দোষ হলো মাথায়?


কেউ শুনে না কারো কথা
সবাই ইচ্ছের দাস!
সংবিধানও করছে না কাজ
ফেলছে মানুষ লাশ!


অর্থনীতির বাজতে বারো
নেই বেশি আর দূর,
কয়টা দিন পরেই দেখবো
নেই আগের সে সুর!


এখন বুঝি লাগবে বিশ্বযুদ্ধ!
থাকবে না রে শান্তি!
মরার পরে হয় তো সবার
রবে না আর ভ্রান্তি!