নিসর্গ প্রেমে আমি হয়েছি উদাস
মেঘের আড়ালে খুঁজি সুনীল আকাশ,
জীর্ণ শব্দে করি কবিতার চাষ
জ্ঞানের বিহনে চলে বিরল প্রয়াস!


তবুও অহম এসে করছে গ্রাস
নীরবে সহচরে হয় নাকাল-হতাশ!
দম্ভে পরাজিত বিমল বাতাস
বাড়ন্ত বিভাজনে থাকে না বিশ্বাস!


জমিন তপ্ত করে উচ্ছিষ্ট খাস
গোপনে চটুলতা আদর্শ করে নাশ!
সময় ফুরোলে হারায় উচ্ছাস
রুদ্র ধরায় বাড়ে খুনের পিয়াস!


ক্লান্ত স্বদেশে দেখি ঘৃণ্য বিলাস
নিরন্তর জনতা কাঁদে দেখিয়া লাশ!
রুগ্ন নীড়ে নেই শান্তির আভাস
প্রাসাদে চক্রান্তে লিপ্ত আকীর্ণ দাস!


ক্রমাগত বিক্ষোভে হারিয়ে আশ
নরকের আগুনে জাতি করছে বাস!
মিথ্যাচারের মাঝে নেই আশ্বাস
ক্ষয় রোগে স্বাধীনতার নাভিশ্বাস!