এই আর্ত জীবনেও একটা সময় ছিল,
যখন জেগে জেগে স্বপ্ন দেখতাম!
অবসরে নির্জনে স্বপ্নের মালা গাঁথতাম!
স্বপ্নের সিঁড়িগুলো বড় ভালো লাগতো।
এখন তো দীর্ঘশ্বাসই দখল করে নিয়েছে
হৃদয়ের সবকিছুকে নির্বাসনে পাঠিয়ে!
তবু, পুরোনো অভ্যাসটা উঁকি দেয়!
কিন্তু, ভয়ে আঁৎকে উঠি অকস্মাৎ!
কেউ যেন বলে উঠে, ধমকের সুরে-
“তোদের না বারণ করেছি স্বপ্ন দেখতে!
স্বপ্ন তো আমরা দেখবো যত খুশি!
তোদের শুধু জানিয়ে দিবো, আর তোরা
সবাই স্বাগত জানাবি হাততালি দিয়ে।
অবাধ্য হলে তোরা হারিয়ে যাবি চিরতরে!”

তখন থেকেই স্বপ্নের কথা ভুলে গেছি!
ভুলে গেছি ভাবতে, আমিও মানুষ।


গত ২৩/০২/২২ তারিখে আসরে প্রিয় কবি মাহাবুবা বিথী কর্তৃক  রচিত “মধ্যবিত্ত জীবন” কবিতায় গতকাল এ কবিতাটি মন্তব্য আকারে প্রকাশ করায় আজ কবিতাটি আসরে তাঁকেই উৎসর্গ করলাম।