অনাদৃত জনগণের মুক্তির তীব্র আকুলতা
কঠিন দীর্ঘশ্বাস হয়ে প্রকাশ পায় অন্তরের    
অন্তস্থল থেকে, যা ছিল দীর্ঘদিন পুঞ্জিভূত!
সমস্যার সমাধান দিতে নেতারা কি ব্যর্থ?


অনেক কিছু তবুও, রয়ে গেছে আবডালে!
পুনশ্চ শুরু হলে ভীষণ প্রলয় ফিরে পেতে
মাটি-মানচিত্র-স্বাধীনতা-অবিকৃত ঐতিহ্য।
হারাবে স্বপ্ন সমূহ! প্রতারিত মানব হৃদয়!  


সময় হয়তো যায়নি ফুরিয়ে, রাখি বিশ্বাস;
তবে, স্বপ্ন হারিয়েছে পথের ঠিকানা আজ!
ভালোবাসা মরীচিকা তাই, করে হাহাকার!
সুখের বিহগ হাসে না, করে না নৃত্য আর!


স্বপ্ন তদা ডানা মেলে মনের আঙ্গিনা জুড়ে;
যখন, সুখপাথিরা গান গায় মোহনীয় সুরে,
তখনই দুঃখ-বেদনা পালায় সীমানা ছেড়ে,
ভালোবাসা শত কথা কয় এসে মিহি সুরে।