নগদ বাকির খেলায় দেখি
নগদ জমজমাট!
বাকির নামে ফাঁকি ভেবে
করছেরে লুটপাট!


ভাগের বেলায় দ্বন্দ্ব বাধে
কেউবা বেশি কম,
তাই নিয়ে সব যুদ্ধ করে
কারো বাড়ায় দম!


কেস নিয়ে কোর্ট-কাচারী
কেউবা হয় ফতুর!
ধরপাকড়ে কেউবা পালায়
মিলন অনেক দূর!


কেউ গড়ে টাকার পাহাড়
ছুটছে বেগম পাড়া!
বোকা যারা এই দুনিয়ার
খাচ্ছে তারাই ধরা!


তালাশ করে শান্তি মানুষ
কোভিড করে খুন!
সকাল–বিকাল মনের সুখে
খাইলোরে সব ঘুণ!