ভক্তরা কখনো কখনো প্রতিবাদী হয়ে যায়;
আপন স্বার্থেই বিদ্রোহ করে হয়ে নিরুপায়!
নৃপতি যখন বর্বর হয়, কুচক্রী ইহুদীর মত!
যেমন করে হয়েছিল একদিন “মাহন ইহুদী!”


যুগে যুগেই আসে ওরা দুধের মাখন খেতে!
কম বা বেশি হলেই ফুঁসে উঠে হুঙ্কার ছেড়ে!
চেহারায় ফুটে উঠে নির্মম কাঠিন্য সর্বকালে!
আঘাতে-আঘাতে পরাভূত করে বিদ্বেষ বশে!


বাড়িয়ে যায় মুহুর্মুহু জুলুমের মাত্রা সানন্দে!-
লাথি-গুড়িতে কোণঠাসা করে জীবনের তরে!
চেপে ধরে নতশির তার আরো কষে জমিনে!
এখনই রুখে দাও তারে, নইলে ধ্বংস হবে!


এখনো কি আসে নাই তেমন অমার্জিত ক্ষণ?
তবে অপেক্ষা কেন? ঘুরে দাঁড়াও প্রতিরোধে;
এসেছে মাহেন্দ্রক্ষণ, মেতে উঠো প্রতিশোধে
নইলে এমনিতেই মিশে যাবে মৃত্তিকার সাথে!


আর কত বার খাবে মার জমিনে পড়ে পড়ে?
ছড়িয়ে দাও বিদ্রোহের অগ্নিশিখা  বিশ্বজুড়ে।
দেখিয়ে দাও দলিতের প্রত্যাঘাত কত অসহ্য!
ভয়কে জয় করে লিখো ইতিহাস, রক্তাক্ষরে।