একটা মানবিক সমাজ, সবুজ পৃথিবীকে
খুঁজতে খুঁজতে কালের কাছে দাঁড়িয়েছি এসে !
কখন যে ফুঁসে উঠেছে মহা সমুদ্রের ঢেউ বুঝিনি।
অরণ্যের অস্থিরতা দেখেই বুঝলাম জলোচ্ছাস সমাগত!


বিশ্বগ্রামের স্থবির বৈঠকখানায় আমোদরত
স্বার্থান্বেষীরা বিচলিত নয় এমনকি ভূমিকম্পেও!
দিনের আলোয় জনসমক্ষে রক্তচোষা চুষে খায় খুন!
দেখেও না দেখার ভান করা জন-মানব কি মানবিক?


দশ নম্বর বিপদসঙ্কেত যখন দোরগোড়ায়!
তখনো নারী নির্যাতীত হয়! উঠে হাসির রোল!
তখনো বিনোদে ব্যস্ত, চিনে না অভিসারী হবার ক্ষণ;
তখনো আত্মসাৎ হয় জীবনের সুখ, জনতার মুখের গ্রাস!


কেউ কি আছো? আমাকে দেখাবে সুপথ!
আমি সবুজের ছায়া চাই, চাই বিপদমুক্ত ঘর।
আলোকিত বিধান চাই, অলিক স্বপ্নের আলাপ নয়;
সম্ভ্রমের নিরাপত্তা অনুদান নয়; বিলাপের হোক  অবসান।