ইথারে ভেসে বেড়ায় বিজয়ের বার্তা,
ইমামের আহবান! যেন শুনতে পাই;
ফিলিস্তিনে ঝরছে নারী-শিশুর রক্ত!
আমরাও ওদের চেয়ে খুব ভাল নাই।
হে মহান আল্লাহ্ দেখছো সবই তুমি-
তুমি অপগত আর কে আছে আমার;
আক্রান্তের অশ্রুর সাথে উদ্গীর্ণ খুন-
সব কি বৃথা যাবে! পরোয়ারদেগার।


যদিও জানি প্রিয় তুমি আছো পাশে;
তাই তো আশায় আমি বেঁছেছি বুক,
ভুলিনি মহান বাণী সত্য বলে মানি;
নিশ্চয়ই পাবো-ওপারের শান্তি-সুখ।
তবুও অবুঝ মন মুক্তির ইশারা চায়,
তাহলেই ভুলে যাবো জমিনের দুখ।