সার্বভৌমত্ব দাবী করেছিল অভব্য ফেরাউন;
ততোধিক অশোভন দম্ভী নাম ছিল কারুন!
ক্ষমতার অহমে নিজেদের ভেবেছিল মহাপ্রভু,
কষ্ট বিলাতো; আল্লাহকে ভয় পেত না কভু!


শুনতে পায়, তারই হন্তা হবে কোন এক শিশু
খুনের নেশায় পাগলপ্রায়, বনে গেল বন্যপশু!
রেহাই পায় না কোলের ছেলে সন্তান মোটেও
তথাপি কারাগারে নেয় সমস্ত সন্তান সম্ভবাও!


প্রতি জনপদে চাইতো কুর্নিশ, কি এক হর্ষে
শৈতান যুগাতো সাহস, প্রতিদিন প্রতি বর্ষে!
কঠিন দিনগুলো মানুষ কষ্টে করেছিল পার
হৃদয়ের গভীরে ছিল জগদ্দল পাথরের ভার!


শত বৈরিতার মাঝেও মুসা(আঃ)জন্মিলেন;
আল্লাহ্’র কুদরতে ফেরাউনের ঘরে গেলেন!
ফেরাউনের অজান্তেই বড় হলেন হয়ে শত্রু!
যথার্থ ক্ষণে মুসা(আঃ)পেলেন অজস্র মিত্র।


সামনা-সামনি হলেন নবী, দুষ্ট ফেরাউনের;
ঝুঁকির মাঝেও খেয়াল ছিল খোদার দ্বীনের,
সাহায্য চাইলেন তিনি প্রিয় আল্লাহ্’র কাছে
রাস্তা করে দিলেন আল্লাহ্ নীল নদের মাঝে।