আলাদিনের আশ্চর্য প্রদীপ দেখেছো কোন সময়?
রূপকথার গল্পের বইতে ছিল, ছিল ভীষণ জনপ্রিয়।
ভাবতাম! একটি করে প্রদীপ যদি সবাই পেতাম
দারিদ্র খুন করে সোনার থালে পেট ভরে খেতাম!


শহর-নগর, গ্রামে-গঞ্জে এখন আছে ঘরে ঘরে
এক ঘষাতেই কোটি টাকা ঝর ঝরিয়ে পড়ে!
হায়রে মানুষ! উড়াও ফানুস! মরবে একটু পরে!
আত্মা নিয়ে যাবে যমে! রইবে না আর ধরে!


হাজার হাজার মানুষ মিলে বানাও কর্মজাল
রঙিন রঙিন স্বপ্ন দেখো! সেটাই হবে কাল!
কত রঙের কত ভেষজ কত রকম আকার!
বিকারগ্রস্ত বিক্রি করে থাকছে নারে বেকার!


দাড়ি-টুপি-জুব্বা আছে, নেই শুধু ঈমান!
তসবি জপো অহোরাত্রি! আহা! কি ধীমান!
থাকতে বেলা আয়রে হুঁশে, থাকিস নারে খল!
দিন ফুরালে থামবে নারে দুই নয়নের জল!