আলো-আঁধারীর মাঝে খেলা করে স্বপ্ন
আহারে-অধরা থেকে বয়ে গেল লগ্ন!
উদাসী নয়নে ঝরে বেদনার কান্না
পালিয়েছে সুখ পাখি, আছে দুখ বন্যা।
মনোমাঝে আশা ছিল ভাষা ছিল সুপ্ত
দুরাশায় মিশে গিয়ে প্রেম হলো লুপ্ত!
এলো না কখনো আর প্রণয়ীর চিঠি!
হৃদয়ের বাসনার হয়ে গেল ইতি!


বাকি পথ কতদূরে কোথা হবে শেষ
রইবো তাকিয়ে শুধু আমি অনিমেষ!
আর নেই ভাবনার কোন অবকাশ
রাতের আঁধারে কাঁদে বর্ষার আকাশ!
বিদায়ের সুর বাজে মননের মাঝে
হয়তো ফুরাবে শ্বাস, কোন এক সাঁঝে!