আমি তো দেখেছি মানব নিধনে দানবের উচ্ছাস!
হায়রে মানুষ! এরই নাম বুঝি ভাগ্যের পরিহাস!
পরাজিতদের উত্তরসূরী জিঘাংসায় উন্মাদ!
মানব রক্তে হোলি খেলা শেষে দিয়ে যায় অপবাদ!


কালের বদলে অলীক স্বপন গ্রাস করে কলিকাল;
সত্যের উপর মিথ্যে প্রলেপে হয়ে যায় মহীপাল!
পাখির পালক কুড়ায় বালক মুকুট বানাবে বলে;
ক্ষণিকের খেলা শেষ হ’লে বেলা, হারায় অন্তরালে!


চমকের পর চমকের ছল্, মরীচিকা ধরে ঘিরে,
সুবিধাবাদীরা নেতা হয়ে যায়, জীবন বিলায় বীরে!
ঈমানের জোশ হারিয়ে মানুষ, সব মানে নত শিরে!
অথচ সবাই ফিরে যাব শেষে চির চেনা সেই নীড়ে।


আলেয়ার কাছে আলো চাই বলে আলো করে বঞ্চিত,
আঁধারের মাঝে হাবুডুবু খাই, আলো নাই সঞ্চিত!