গতকাল প্রিয় কবি, কবি গোলাম রহমান ভাই এর “আমি সেই” কবিতায় করা মন্তব্যটি আজ তাঁর উদ্দেশ্যেই উৎসর্গ করলাম।


আমি নিজের আত্মাকে কষ্ট দেয়ার পক্ষে নই।
আমার জীবনেও বঞ্চনার বেদনা আছে,
প্রতারণার অভিশাপে আমিও অভিশপ্ত,
বিদ্বেষের অনলে আমিও জ্বলেছি বারংবার,
স্বপ্নের হাতছানিকে বার বার মনে হয়েছে আলেয়ার ভ্রান্তি!
তবু নিজেকে কষ্ট না দিয়ে সর্বদাই চেষ্টা করেছি
একেবারেই নিজের মত করে চলতে।
শত বৈপরিত্ব আর অসামঞ্জস্যকে মোকাবেলা
করেই টিকে থাকার চেষ্টা করেছি আমার মত করে।
তাতে সৃষ্টি হয়েছে বিস্তর প্রতিকুলতা;  কিন্ত,
আলহামদুলিল্লাহ্ বলে সবকিছুকে হজম করার চেষ্টা করেছি।