প্রশান্তির খতিয়ান ছিড়িয়াছে ঝড়ে!
মরণের পরোয়ানা উড়ছে বাতাসে!
সঙ্কট ঘনিয়ে আসে অসম সমরে
প্রিয়জন কাঁদে বসে সুদূর প্রবাসে!
ধুলি ঝড়ে সয়লাব সাধের অবনী
বৃথা গেছে আয়োজন, নিপুণ সাধনা;
স্বপ্নীল আকাশ জুড়ে মেঘলা রজনী
অবশেষে রয়ে গেল অশেষ বেদনা!


প্রভুর বিচারে সুখ পাবে যেই দিন
সেদিন তোমার মুখ রবে না মলিন,
রবে না সেদিন ওরা রাজা-মহারাজা
এমনকি পাবে ওরা সুকঠিন সাজা!
অসহায় মানুষের আসবে সুদিন,
মহা বিচারক হবে আল্লাহ্ যেদিন।